ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঈদে বাটা’য় বাংলালিংক গ্রাহকদের ১০% ছাড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
ঈদে বাটা’য় বাংলালিংক গ্রাহকদের ১০% ছাড় ছবি : সংগৃহীত

ঢাকা: বেসরকারি মোবাইল অপারেটর বাংলালিংক তাদের সব গ্রাহকদের জন্য বাটা’য় ১০ শতাংশ ছাড়ের সুযোগ নিয়ে এসেছে।

বুধবার (২৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলালিংক জানায়, বাটা’য় ঈদ-উল-ফিতর উপলক্ষে ২৬ জুন থেকে ঈদের দিন পর্যন্ত ছাড় চলবে।

প্রথমবারের মতো তারা এ ধরনের সুযোগ দিচ্ছে।

এ উপলক্ষে গুলশানে বাংলালিংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন অপারেটরের মার্কেটিং সিনিয়র ডিরেক্টর সোলায়মান আলম। হেড অব ম্যাস মার্কেট, লয়াল্টি অ্যান্ড পার্টনারশিপ অ্যান্ড কাস্টমার বেজ ম্যানেজম্যান্ট মাহবুবুল আলম। তারা বাংলালিংকের পক্ষে চুক্তিতে সই করেন।

বাটা সু কোম্পানির রিটেইল ম্যানেজার শিন কি লী এবং অ্যাডভাটাইজিং অ্যান্ড প্রমোশন ম্যানেজার রাজিব জাহান ফেরদৌস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলালিংকের চিফ অ্যাক্সিকিউটিভ অফিসার যিয়াদ সাতারা বলেন, নিত্য নতুন সুযোগ-সুবিধা উদ্ভাবন এবং সমাধানে বাংলালিংক সব সময় গ্রাহকদের আরও কাছে থাকার চেষ্টা করে। আমি বিশ্বাস করি, আমাদের এ নতুন প্রচার গ্রাহকদের জন্য একটি আরামদায়ক রমজান এবং আনন্দিত ঈদ উদযাপনে সহায়ক হবে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
এমআইএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।