ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অনলাইন শপের ঈদ মেলা ৩ জুলাই শুরু

ব্যবসা-অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
অনলাইন শপের ঈদ মেলা ৩ জুলাই শুরু

ঢাকা: পবিত্র ঈদ‍ুল ফিতর উপলক্ষে প্রথমবারের মতো দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনলাইনভিত্তিক শপিং শপের তিন দিনব্যাপী ঈদ মেলা। ‍

আসছে ৩ থেকে ৫ জুলাই নগরীর ধানমণ্ডিস্থ হোয়াইট প্যালেসে এ মেলা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৬ জুন) আয়োজকদের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

‘হুইজ কিড’ (whis kid) এর উদ্যোগে আয়োজিত ‘ঈদ লাইফ স্টাইল ফেয়ার-২০১৫’ শীর্ষক এ মেলায় দেশের ফেসবুক ও অনলাইনভিত্তিক প্রায় ৫০টি শপিং শপ অংশ নিচ্ছে।

মেলায় ফেসবুক ও অনলাইনভিত্তিক শপিং শপ ছাড়াও রয়েছে বেশকিছু প্রতিষ্ঠিত ফ্যাশন ও লাইফ স্টাইলের স্টল। এসব স্টলে ঈদের নিত্য নতুন ডিজাইনের ছেলে-মেয়েদের পোশাকের পাশাপাশি পাবেন সানগ্লাস, ঘড়ি, লেন্সসহ গৃহস্থলী পণ্য পাওয়া যাবে।

মেলা প্রাঙ্গণে থাকছে ফ্রি ওয়াই-ফাই সুবিধা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

স্টল বুকিং কিংবা সার্বিক তথ্যের জন্য ২০৪, সৈয়দ নজরুল ইসলাম সরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট, বিজয়নগর, ঢাকা’য় যোগাযোগ করতে বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

মুঠোফোন- ০১৭০৬-৬৬২ ৩৬০ ও ০১৭০৫-৩৬২ ৭০৩। ফেসবুক: www.facebook.com/whizkidbd   ফেসবুক পেজ: www.facebook.com/whizkidbd   

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
পিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।