ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রস্তাবিত বাজেট ২০১৫-১৬

সমবায় সমিতির ওপর কর প্রত্যাহারের দাবি

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
সমবায় সমিতির ওপর কর প্রত্যাহারের দাবি

ঢাকা: ২০১৫-২০১৬ সালের প্রস্তাবিত বাজেটে সমবায় সমিতির ওপর আরোপিত ১৫ শতাংশ কর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে দি কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিগ অব বাংলাদেশ লিমিটেড।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের সভাপতি নির্মল রোজারিও‘র সভাপতিত্বে বক্তব্য রাখেন বাবু মার্কুস গোমেজ, হেমন্ত কৈড়াইয়া, সাবেক সভাপতি এমদাদ হোসেন মালেক প্রমুখ।



এ সময় বক্তারা বলেন, ২০১৫-২০১৬ সালের অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সমবায় সমিতির ওপর ১৫ শতাংশ কর আরোপ করা হয়েছে। ধনী লোকের জন্য রয়েছে ব্যাংক, গরীবের জন্য রয়েছে ক্ষুদ্র ঋণ। কিন্তু নিম্ন মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষের জন্য সমবায় ছাড়া গতি নেই। এজন্য সমবায় সমিতির ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবি জানান তারা।

দেশে এখন নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা ১ লাখ ৯১ হাজার ৯৪টি উল্লেখ করে বক্তারা বলেন, বর্তমানে সমবায় সমিতির সদস্য সংখ্যা ৯৩ লাখ ৫০ হাজার। এই সমিতির মাধ্যমে প্রায় ৪ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে। এই সমিতিগুলোর মোট মূলধন ১১ হাজার ৭শ’ ৮৯ কোটি। দেশের ভেতর বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেই তাদের এই আয় হয়েছে। ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ৪৭ ধারা অনুযায়ী এই সমবায় সমিতিগুলোকে আয়করমুক্ত রাখা হয়েছিলো। কিন্তু প্রস্তাবিত বাজেটে কৃষি, কুটির শিল্পের সঙ্গে সম্পৃক্ততা ব্যতীত সকল সমবায় সমিতির ওপর ১৫ শতাংশ আয়কর দেয়ার কথা বলা হয়েছে। এতে লাখ লাখ সমবায়ী ক্ষতিগ্রস্ত হবেন।

সমবায় সমিতির এই কর প্রত্যাহারের জন্য বক্তারা প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।