ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেলপথ নির্মাণ চুক্তি স্বাক্ষর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেলপথ নির্মাণ চুক্তি স্বাক্ষর

ঢাকা: ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেলপথ নির্মাণে ৩ হাজার ১২০ কোটি টাকা ঋণ সহায়তা দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।

রোববার (২৮ জুন) শেরে বাংলা নগর অর্থমন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার এবং এডিবি’র মধ্যে সাউথ এশিয়ান সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (এসএএসইসি) আখাউড়া-লাকসাম ডুয়েল ট্র্যাক প্রকল্পের জন্য ৪শ’ মিলিয়ন মার্কিন ডলারের অর্ডিনারি ক্যাপিটাল রিসোর্স (ওসিআর) এ ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়।



একই সঙ্গে ১০৫ মিলিয়ন মার্কিন ডলার এশিয়ান ডেভলপমেন্ট ফান্ড (এডিএফ) ঋণ চুক্তিও স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং এডিবি’র কান্ট্রি ডিরেক্টর কাজুহিকু হিগুচি চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এই প্রকল্পের আওতায় আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ৭২ কিলোমিটার সম্প‍ূর্ণ নতুন রেলপথ নির্মাণ করা হবে। পাশাপাশি ১১টি রেলওয়ে স্টেশনের জন্য সর্বাধুনিক যন্ত্রপাতি কেনা হবে। প্রকল্পটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে জুলাই ২০১৪ থেকে ২০২০ সালের জুন মাস পর্যন্ত।

প্রকল্পের মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ডুয়েলগেজ বা দ্বৈত লাইন স্থাপিত হলে অভ্যন্তরীণ ও পার্শ্ববর্তী দেশসমূহের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং মালামাল পরিবহন ও ভ্রমণসময় হ্রাস পাবে।

চুক্তি স্বাক্ষর শেষে মোহাম্মদ মেজবাহউদ্দিন বলেন, আঞ্চলিক রেলপথ উন্নয়নে এবং ট্রান্স এশিয়ান হাইওয়ে কানেক্টিভিটি বাস্তবায়নে এই প্রকল্প অগ্রণী ভূমিকা পালন করবে।

মোট ৮৩৭ দশমিক ১৩ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ের প্রকল্পটি রেলপথ মন্ত্রণালয় বাস্তবায়ন করবে। এর মধ্যে এডিবি দেবে ৪শ’ মিলিয়ন, এডিএফ থেকে আসবে ১০৫ মিলিয়ন এবং ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) দেবে ১৭৫ মিলিয়ন মার্কিন ডলার। বাকি অর্থ বাংলাদেশ সরকার নিজস্ব খাত থেকে দেবে।

এডিবি’র দেওয়া ঋণ ৫ বছর গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে পরিশোধযোগ্য। অন্যদিকে ওসিআর ঋণের সুদের হার লন্ডন ব্যাংক অফারড রেট (এলআইবিওআর) ভিত্তিক এবং এডিএফ ঋণের সুদের হার ২ ভাগ।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৫ আপডেট সময়: ১৯৩৭ ঘণ্টা.
এমআইএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।