ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্র্যাক ব্যাংকের ২ কর্মকর্তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
ব্র্যাক ব্যাংকের ২ কর্মকর্তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

ঢাকা:  ব্র্যাক ব্যাংক লিমিটেড থেকে প্রায় ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির ২ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (০৬ জুলাই) কমিশন মামলার অনুমোদন দেয়।

এ দিন সন্ধ্যায় দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে বলেন, চলতি সপ্তাহের যে কোনো দিন মামলাটি দায়ের করা হতে পারে।

দুদকের অনুমোদিত মামলায় আসামিরা হলেন, ব্র্যাক ব্যাংকের গুলশান-১ অ্যাভিনিউ শাখার সাবেক অফিসার (গ্রেড-১) মো. সাইফুল হাসান খাদেম এবং একই শাখার সাবেক ডিরেক্টর সেলস অ্যাক্সিকিউটিভ (ক্রেডিট কার্ড ডিভিশন) এসএম শাহীন।

দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যাংক কর্মকর্তারা জাল কাগজপত্র ও ঠিকানা দাখিল করে নিজেরাই তা সঠিক হিসেবে নিশ্চিত করে অস্থিত্বহীন ব্যক্তির নামে ক্রেডিট লিমিট মঞ্জুর করান (ক্রেডিট কার্ড নং- ৪৩২১৪৮০০০০০৯৪৭৩৮)।

পরে এ ক্রেডিট লিমিটের বিপরীতে বিভিন্ন সময়ে ৩ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।

গত বছরের নভেম্বরে এ অভিযোগটি আমলে নিয়ে অনুসন্ধানে নামে দুদক। এরপর দুদকের অনুসন্ধানে আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন ৫ (২) ধারায় মামলাটির অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৫
এডিএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।