ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এবার লন্ডন-ইতালিতে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের আম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
এবার লন্ডন-ইতালিতে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের আম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জ: যুক্তরাজ্যের বিশ্বখ্যাত চেইন সুপার শপ ওয়ালমার্টে রপ্তানির পর এবার আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের আম যাচ্ছে লন্ডন ও ইতালিতে।

সোমবার ঢাকার মেসার্স মরিসন এন্টারপ্রাইজ নামে এক প্রতিষ্ঠানের মাধ্যমে শিবগঞ্জ পৌরসভার একাডেমি মোড় এলাকার ইসমাইল খান শামীমের বাগান থেকে ৪ টন আম লন্ডন ও ইতালিতে পাঠানো হয়।



মেসার্স মরিসন এন্টারপ্রাইজের কর্মকর্তা আমিনুজ্জামান বাবু জানান, লন্ডনের এথনিক মার্কেট ও ওয়ালমার্ট এবং ইতালিতে এ আম পাঠাচ্ছেন তারা।

বাগান মালিক ইসমাইল খান শামীম জানান, কৃষি বিভাগের সহযোগিতায় পরিচর্যা করায় অন্যান্য বাগানের চেয়ে তার ফলন ভাল হয়েছে। তার বাগান থেকে ফজলি, ল্যাংড়া, লখনা ও মল্লিকা জাতের ৪ টন আম ২ দেশে পাঠানো হয়েছে।

আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরফ উদ্দীন জানান, লন্ডনে আম পাঠানোর ব্যাপারে আঞ্চলিক উদ্যানত্ত্ব সার্বিক সহযোগিতা করছে।

তিনি জানান, ফ্রুট ব্যাগিং ব্যবহারের ফলে রপ্তানিযোগ্য ও কেমিকেলমুক্ত আম উৎপাদন সম্ভব হয়েছে। এ পদ্ধতি ব্যবহার করলে আগামীতেও ব্যাপক সাফল্য পাওয়া যাবে।
 
এদিকে, প্রথমবারের মতো বিদেশে আম পাঠাতে পেরে উচ্ছ্বসিত এ জেলার আম ব্যবসায়ীরা। তাদের আশা আগামীতে নিয়মিত আম রপ্তানির পথ সুগম হবে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।