ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেসিস’র অনুরোধে ই-কমার্স থেকে ভ্যাট প্রত্যাহার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
বেসিস’র অনুরোধে ই-কমার্স থেকে ভ্যাট প্রত্যাহার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সফটওয়্যার ও আইটি সার্ভিস খাতের বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) অনুরোধে ই-কমার্স থেকে মূল্য সংযোজন কর বা ভ্যাট প্রত্যাহার করেছে সরকার।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ ঘোষণা দেন।

বেসিস’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

ই-কমার্স উদ্যোক্তাদের ব্যবসায় আগ্রহী করতে এবং জনসাধারণকে অনলাইন কেনাকাটায় উৎসাহিত করতে দাবিটি জানিয়ে আসছিল বেসিস। ২০১৫-১৬ অর্থবছরের বাজেট ঘোষণার আগে ও পরে ই-কমার্স থেকে ভ্যাট প্রত্যাহারের অনুরোধ জানিয়ে অর্থমন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে বেসিস।  

২০১৫-১৬ বছরের প্রাথমিক বাজেট ঘোষণায় ই-কমার্স লেনদেনের ওপর শতকরা চার ভাগ ভ্যাট আরোপ করা হয়েছিল। এর প্রেক্ষিতে ই-কমার্স অ্যালায়েন্সের মাধ্যমে সংবাদ সম্মেলন করে ভ্যাট প্রত্যাহারের দাবি জানায় বেসিস।

ই-কমার্স থেকে ভ্যাট প্রত্যাহার হওয়ায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং জাতীয় রাজস্ব বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন বেসিস সভাপতি শামীম আহসান।

তিনি বলেন, বেসিস তথ্য-প্রযুক্তি খাতে তরুণ উদ্যোক্তাদের পক্ষে কাজ করে আসছে। ভ্যাট প্রত্যাহারের যুগান্তকারী এ সিদ্ধান্ত দেশের ই-কমার্স সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে। এতে তরুণ উদ্যোক্তারা বিনিয়োগে এবং সাধারণ মানুষ অনলাইন কেনাকাটায় উৎসাহ পাবেন।

যথাযথ পলিসি সাপোর্ট না পেলে টেলিকম এবং ফাস্ট মুভিং কনজ্যুমার গুডসের মতো ই-কমার্স খাতও বিদেশিদের দখলে চলে যাবে বলেও মন্তব্য করেন বেসিস সভাপতি।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
পিআর/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।