ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যাংক এশিয়ার ১০ম বিশেষ সাধারণ সভা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
ব্যাংক এশিয়ার ১০ম বিশেষ সাধারণ সভা

ঢাকা: ব্যাংক এশিয়ার দশম বিশেষ সাধারণ সভা সম্প্রতি ঢাকার পুরানা পল্টনে ব্যাংক এশিয়ার করপোরেট অফিসে অনুষ্ঠিত হয়।

সভায় ব্যাংকের পরিচালকের সংখ্যা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বাদে ১৫ জন থেকে সর্বোচ্চ ২০ জনে উন্নীত করার সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।

এ ক্ষেত্রে মোট পরিচালকের মধ্যে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা হবে ন্যূনতম তিনজন।

ব্যাংকের চেয়ারম্যান এ রউফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যানদ্বয় মোহাম্মদ সাফওয়ান চৌধুরী ও এ এম নুরুল ইসলাম, বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ লকিয়ত উল্লাহ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।