ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বুধবার সব ব্যাংকে লেনদেন বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
বুধবার সব ব্যাংকে লেনদেন বন্ধ

ঢাকা: বুধবার (০১ জুলাই) দেশের সব ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে। একই দিন বন্ধ থাকছে পুঁজিবাজারের লেনদেনও।

 

মঙ্গলবার (৩০ জুন) কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র বলছে, বছরের শুরুতেই দুই স্টক এক্সচেঞ্জ ছুটির যে তালিকা প্রকাশ করেছে তাতে ১ জুলাই লেনদেন বন্ধের বিষয়টি উল্লেখ রয়েছে।  

দেশের সবগুলো ব্যাংক এ ক্যালেন্ডার অনুসরণ করে। ৩০ জুন লেনদেন সময় শেষ হওয়ার পর ব্যাংকগুলো তাদের ষান্মাসিক হিসাব মেলানোর জন্য লেনদেন বন্ধ রাখে বলে জানায় সূত্র।  

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।