ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের স্টিয়ারিং কমিটির সভায় বিবি গভর্নর

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের স্টিয়ারিং কমিটির সভায় বিবি গভর্নর

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের (এএফআই) স্টিয়ারিং কমিটির সভায় অংশ নিয়েছেন। সুইজারল্যান্ডের ব্যাসেলের ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটলমেন্টস (বিআইএস) অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।



এতে তাঞ্জানিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণর অধ্যাপক বেনো ডুডু এবং এএফআই’র নির্বাহী পরিচালক আলফ্রেড হ্যানিং উপস্থিত ছিলেন। স্টিয়ারিং কমিটির অন্য সদস্যগণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় অংশ নেন।

সভায়  চলতি বছরের সেপ্টেম্বরে মোজাম্বিকের মপুটুতে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ওপর অনুষ্ঠিতব্য গ্লোবাল পলিসি ফোরাম (জিপিএফ) এর সভা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

এবারের গ্লোবাল পলিসি ফোরামের মূল প্রতিপাদ্য এসএমই অর্থায়ন। গভর্ণর আতিউর রহমান বাংলাদেশে এসএমই বিশেষ করে ব্যাংকিংয়ের বাইরে থাকা নারী উদ্যোক্তাদের অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের সৃজনশীল উদ্যোগের বিবরণ দেন। এ বিষয়ে স্টিয়ারিং কমিটিও এএফআই’র নতুন অর্থায়ন ব্যবস্থাপনা অনুমোদন করে।

এছাড়া, গভর্নর ড. আতিউর রহমান জুরিখে সুইস এক্সপোর্ট ক্রেডিট এজেন্সির (এসইআরভি) সঙ্গে এক সভায় মিলিত হন এবং বাংলাদেশের বস্ত্র, ঔষধ ও হাইটেক শিল্পের জন্যে এসইআরভি’র আওতাধীন রপ্তানি ঋণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।   

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
এসই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।