ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডিইপিজেড হাসপাতালের শ্রমিকদের জন্য অ্যাম্বুলেন্স প্রদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জুলাই ১, ২০১৫
ডিইপিজেড হাসপাতালের শ্রমিকদের জন্য অ্যাম্বুলেন্স প্রদান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় অবস্থিত ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ডিইপিজেড) হাসপাতালকে অনুদান হিসেবে একটি আধুনিক অ্যাম্বুলেন্স প্রদান করেছেন ডিইপিজেডের এক বিদেশি বিনিয়োগকারী।

বুধবার (১ জুলাই) দুপুরে ঢাকা রপ্তানি ডিইপিজেড হাসপাতালে ডিইপিজেড (বেপজার) এর জেনারেল ম্যানেজার এহসান কবিরের হাতে অ্যাম্বুলেন্স এর চাবি হস্তান্তর করেন ডিইপিজেড পুরাতন জোনের বিদেশি মালিকানাধীন তৈরি পোশাক কারখানা লেনি ফ্যাশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওয়াসিম সিদ্দিকী।



এ সময় আরো উপস্থিত ছিলেন লেনি ফ্যাশন গার্মেন্টসের এসিইও সঞ্চয় দাইয়া, রাজীব দুবে, অমিত কুমার, কারখানার জেনারেল ম্যানেজার সুরঞ্জন সাহা রায়।

শ্রমিকদের চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স প্রদান করায় লেনি ফ্যাশন কারখানার কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান ঢাকা ডিইপিজেড হাসপাতালের চিফ মেডিকেল অফিসার দেওয়ান মনিরুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জুলাই ০১, ২০১৫
আরআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।