ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কালিয়াকৈর পৌরসভায় ৯৬ কোটি টাকার বাজেট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, জুলাই ১, ২০১৫
কালিয়াকৈর পৌরসভায় ৯৬ কোটি টাকার বাজেট

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর পৌসভার ২০১৫-২০১৬ অর্থবছরের জন্য ৯৫ কোটি ৯২ লাখ ৩৮ হাজার টাকার বাজেট ঘোষণা হয়েছে।

বুধবার (১ জুলাই)  দুপুর ১২টায় পৌর সম্মেলন কক্ষে পৌরসভার মেয়র মো. মজিবর রহমান পৌরসভার জন্য বরাদ্দকৃত এ বাজেট ঘোষণা করেন।



পৌরসভার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, খাল খনন ও পয়‍ঃনিশষ্কাশন ব্যবস্থার উন্নয়নের দিকে লক্ষ্য রেখে এ বাজেট ঘোষণা করা হয়।

চলতি অর্থ বছরে পৌর এলাকায় লাইটিং ব্যবস্থা করারও ঘোষণা দেন মেয়র মজিবর রহমান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-গাজীপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মীর মোহাম্মদ ফারুক, সাংবাদিক সরকার আব্দুল আলীম, এম তুষারী, রফিকুল ইসলাম খান প্রমুখ। এ সময় পৌরসভার কাউন্সিলর, সচিবসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, জুলাই ০১, ২০১৫
টিআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।