ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অনলাইন পেমেন্ট সেবা দিতে গ্রামীণফোন-পেজা চুক্তি

সিনিয়র করেসন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জুলাই ১, ২০১৫
অনলাইন পেমেন্ট সেবা দিতে গ্রামীণফোন-পেজা চুক্তি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গ্রামীণফোন গ্রাহকদের জন্য তাৎক্ষণিক অনলাইন পেমেন্ট সেবা প্রদানের জন্য শীর্ষ স্থানীয় ই-ওয়ালেট সেবা প্রতিষ্ঠান পেজা’র সাথে চুক্তি সই করেছে গ্রামীণফোন।

বসুন্ধরা আবাসিক এলাকায় গ্রামীণফোনের কার্যালয়ে বুধবার (০১ জুলাই) দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে গ্রামীণফোন।



এই চুক্তির মাধ্যমে গ্রামীণফোনের ৫.২ কোটির বেশি প্রি-পেইড ও পোস্ট পেইড গ্রাহক পেজা ই-ওয়ালেট ব্যবহার করে গ্রামীণফোন ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন ভ্যালু অ্যাডেড সার্ভিস ক্রয়, অনলাইন রিচার্জ সম্পন্ন অথবা বিল পরিশোধ করতে পারবেন।

চুক্তি সম্পর্কে গ্রামীণফোনের চিফ ফাইন্যানশিয়াল অফিসার দিলীপ পাল বলেন, বর্তমান ডিজিটাল বিশ্বের গ্রাহকদের চাহিদা সম্পর্কে গ্রামীণফোন সচেতন। বাংলাদেশে অনলাইন লেনদেনের গুরুত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আর আমাদের গ্রাহকদের জন্য অনলাইনে ক্রয়ের সুযোগ করে দেওয়ার মাধ্যমে আমরা বিষয়টি তাদের জন্য সহজ করে দিচ্ছি।

পেজা বাংলাদেশের সিইও নাদিম রহমান বলেন, গ্রামীণফোনের গ্রাহকদের জন্য পেজা ই-ওয়ালেট পেমেন্ট সুবিধা চালুর ফলে বাংলাদেশে অনলাইন পেমেন্টের ক্ষেত্র একটি নতুন যুগের সুচনা হলো।

বাংলাদেশে ২০০৬ সালে কার্যক্রম শুরু করেছে পেজা এবং বর্তমানে বিশ্বের ১৯২ দেশে ১১ মিলিয়ন গ্রাহক এর সেবা উপভোগ করছে।

প্রাথমিকভাবে ই-কমার্সভিত্তিক কার্যক্রম শুরু করে পেজা বাংলাদেশে সর্বপ্রথম ই-ওয়ালেট পেমেন্ট সেবা প্রচলন করে। পেজা’র ই-ওয়ালেট সেবায় নিবন্ধন একবারে ফ্রি এবং সম্পূর্ণ নিবন্ধন কার্যক্রম কয়েক সেকেন্ডে সম্পন্ন করা সম্ভব। একটি পেজা অ্যাকাউন্টের মাধ্যমে বাংলাদেশের যেকোনো ব্যাংকে সরাসরি অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার এবং ৪০টি ব্রাঞ্চে ওভার-দ্য-কাউন্টার লেনদেন করা সম্ভব।

গ্রামীণফোনের চিফ প্রকিউরমেন্ট অফিসার আসিফ মোহম্মদ তৌহিদ, পেজা বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার জামাল শাহ এবং বাংলাদেশ কমার্স ব্যাংক লি. এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস এম জাহাঙ্গীর আখতার চুক্তিটি স্বাক্ষর করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রামীণফোনের ওয়েবসাইটের মাধ্যমে শিগগিরই গ্রাহকেরা এই সেবা গ্রহণ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুলাই ০১, ২০১৫
এমআইএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।