ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওইসিডি’র ঋণ ক্লাসিফিকেশনে বাংলাদেশের একধাপ উন্নতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জুলাই ১, ২০১৫
ওইসিডি’র ঋণ ক্লাসিফিকেশনে বাংলাদেশের একধাপ উন্নতি

ঢাকা: অর্গানাইজেশন ফর কো-অপারেশন ডেভেলপমেন্ট (ওইসিডি) রেটিংয়ে ঋণ ক্লাসিফিকেশনে বাংলাদেশ একধাপ উন্নতি লাভ করেছে। বাংলাদেশের বর্তমানে রেটিং অবস্থান ৫, যা আগে ছিল ৬।



২৯ জুন সোমবার সুইজারল্যান্ডের জুরিখে সুইস এক্সপোর্ট ক্রেডিট এজেন্সির সভায় এ কথা জানায় সংগঠনটি। সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানসহ বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগের মহাব্যবস্থাপক এএনএম আবুল কাশেমসহ বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধি দলও সেখানে উপস্থিত ছিলেন।

ওইসিডি সকল দেশের ঋণ ক্লাসিফিকেশন পারফর্মেন্স মূল্যায়ন করে থাকে। এ বছর রেটিংয়ে প্রথম হয়েছে সুইজারল্যান্ড। বাংলাদেশের অবস্থান পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলংকার চেয়ে অনেক উপরে, তবে ভারতের নিচে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, জুলাই ১, ২০১৫
এসই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।