ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কর্ণফুলী টানেল নির্মাণ চুক্তিতে চট্টগ্রাম সমিতি-ঢাকা’র অভিনন্দন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জুলাই ১, ২০১৫
কর্ণফুলী টানেল নির্মাণ চুক্তিতে চট্টগ্রাম সমিতি-ঢাকা’র অভিনন্দন

ঢাকা: বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপের অংশ হিসেবে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ চুক্তি করায় সরকারকে অভিনন্দন জানিয়েছে সামাজিক সংগঠন চট্টগ্রাম সমিতি-ঢাকা।

বুধবার (০১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষে সভাপতি লায়লা সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দীন খান এ অভিনন্দন বাণী জানান।



বিজ্ঞপ্তিতে বলা হয়, বহুবছর পূর্ব থেকে চট্টগ্রাম তথা দেশের উন্নয়নার্থে ১০ দফা দাবি উত্থাপন করে আসছে চট্টগ্রাম সমিতি-ঢাকা। এসব দাবির মধ্যে একটি ছিল কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ। মঙ্গলবার (৩০ জুন) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ও চীনের পরিবহন মন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের সংশ্লিষ্ট বিভাগের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ চুক্তিকে বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয় বিজ্ঞপ্তিতে। একইসঙ্গে শিগগিরি এ টানেল নির্মাণের কাজ শুরু হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জুলাই ০১, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।