ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে’

সিনিয়ির করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
‘বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে’ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

ঢাকা: বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে, সেদিন খুব বেশি দূরে নয় বলে মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
 
স্বল্পোন্নত দেশ থেকে নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশকে ঘোষণা করেছে বিশ্বব্যাংক।

এ প্রসঙ্গে বৃহস্পতিবার (০২ জুলাই) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
 
স্বাধীনতার পরে অনেকে অনেক রকম মন্তব্য করেছিলেন জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, বিশ্বব্যাংক বলেছিল বাংলাদেশ একটা দরিদ্র দেশের মডেল। মার্কিন পররাষ্ট্র সচিব হেনরি কিসিঞ্জার বলেছিলেন বাংলাদেশ কিছুই না, একটা তলাবিহীন ঝুঁড়ি, এখানে যতই দেওয়া হবে, তলানীতে শেষ হবে। আজকে সে সব লোকজনই বলে বাংলাদেশ উদাহরণ।
 
‘সবাইকে অবাক করে সেই বিশ্ববিব্যাংকই বলেছে বাংলাদেশ নিম্ন-মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। সেদিন বেশি দূরে নয়, যেদিন মধ্যম আয়ের দেশে পরিণত হবো। ’
 
বাণিজ্যমন্ত্রী বরেন, স্বাধীণতার পরে আমরা তিন’শ মিলিয়ন ডলার রফতানি করতাম, আর এখন ৩১/৩২ বিলিয়ন ডলার রফতানি করি। আমাদের রিজার্ভ ছিল না, এখন ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। রেমিটেন্স এখন ১৫ বিলিয়নের বেশি। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন, তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন সম্ভাবনাময় দেশ।
 
মন্ত্রী বলেন, রূপকল্প ঘোষণা অনুযায়ী ২০২১ সালে মধ্যম আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ, বিশ্বব্যাংকের ঘোষণার মধ্যদিয়ে সেই লক্ষ্যে পৌঁছে যাচ্ছি।
 
তোফায়েল আহমেদ বলেন, এক সময় আমরা বিদেশের সাহায্য নিতাম। এখন নিজের পায়ে দাঁড়িয়েছি। বিদেশি সাহায্য ছাড়া চলতে পারবো। আমাদের অর্জিত সম্পদ রেমিটেন্স এবং রফতানি একসঙ্গে যোগ করলে আমদানির কাছাকাছি। বাজেট প্রায় তিন লাখ কোটি টাকা।
 
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
এমআইএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।