ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাষ্ট্রায়ত্ত ব্যাংক মনিটরিংয়ে গঠন হচ্ছে ব্যাংক কমিশন

শাহেদ ইরশাদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
রাষ্ট্রায়ত্ত ব্যাংক মনিটরিংয়ে গঠন হচ্ছে ব্যাংক কমিশন

ঢাকা: ব্যাংকিং খাতের প্রচলিত কার্যক্রম মনিটরিং ও সাবির্ক অবস্থা মূল্যায়নে ব্যাংক কমিশন গঠন করবে সরকার। এ লক্ষ্যে আগামী বছরের শুরুর দিকে একটি খসড়া তৈরি করা হবে।

সেখানে উল্লেখ করা হবে কমিশন কী কী কাজ করবে।

অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বাংলানিউজকে এ তথ্য জানায়।

অর্থ মন্ত্রণালয় ব্যাংকিং খাতের পেশাজীবীদের নিয়ে একটি কমিটি গঠন করবে। কমিটি ব্যাংকিং খাতের শুরু থেকে শেষ পর্যন্ত পর্যালোচনা করে প্রস্তাব দেবে। সেই প্রস্তাব মোতাবেক কমিশন সংস্কার কাজ করবে। এতে ব্যাংকিং খাতের উপকার হবে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

জানা গেছে, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক থেকে অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। তাদের কাউকেই আইনের আওতায় আনা সম্ভব হয়নি। আদায় করা যায়নি হাতিয়ে নেওয়া অর্থ। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে এজন্য সরকার এই কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে।

উদাহরণ হিসেবে বলা হয়েছে, হলমার্ক, বিসমিল্লাহসহ বহু প্রতিষ্ঠান জালিয়াতি করে সরকারি ব্যাংক থেকে হাতিয়ে নিয়েছে হাজার হাজার কোটি টাকা। আবার ব্যাংকারদের সহায়তায় লোপাট হয়েছে রাষ্ট্রায়ত্ব বেসিক ব্যাংকের বড় অংকের টাকা। কয়েক বছর কেটে গেলেও এসব ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তি হয়নি। আদায় করা যায়নি লোপাট হওয়া অর্থ।

এখনো বহু প্রতিষ্ঠান হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুদ না দিয়ে মওকুফ ও পুর্নগঠনের মাধ্যমে টাকা আটকে রাখছে। ঋণ পুর্নগঠন ও খেলাপি ঋণ আদায় না হওয়া কয়েকটি সরকারি ব্যাংককে নতুন করে মূলধন যোগান দিতে হয়েছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে ব্যাংকগুলোতে আরও বড় ধরনের সঙ্কট সৃষ্টি হতে পারে। এসব কিছু ভেবেই সরকারের কমিশন গঠনের উদ্যোগ।

এ প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ব্যাংকিং খাতের প্রচলিত কার্যক্রম এবং এ খাতের সাবির্ক অবস্থার ম‍ূল্যায়ন ও বিবেচনা করা খুবই প্রয়েজনীয় হয়ে পড়েছে। এজন্য একটি ব্যাংকিং কমিশন গঠন করার চিন্তা ভাবনা করা হচ্ছে।

এদিকে দেশে কার্যরত সরকারি-রেসরকারি সকল ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম মনিটরিং এবং মুদ্রানীতি প্রণয়ন করে বাংলাদেশ ব্যাংক। সরকার ব্যাংক কমিশন গঠন করলে রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ করার ক্ষমতা কি কেন্দ্রীয় ব্যাংকের হাতে থাকবে ?

এমন প্রশ্ন করলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান বলেন, বর্তমানে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ করছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বাংলাদেশ ব্যাংক। কমিশন গঠন করা হলে তাদের কার্যক্রম নতুন করে নির্ধারণ করবে সরকার।  

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. এ বি মির্জা আজিজুল ইসলাম বাংলানিউজকে বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর কার্যক্রম মনিটরিং, সমস্যা চিহ্নিত ও সংস্কার করতে ব্যাংক কমিশন কার্যকর ভূমিকা রাখবে। হাজার হাজার কোটি টাকা লুটপাট রোধে ব্যাংকগুলোতে নজরদারি বাড়াতে ব্যাংক কমিশন গঠন করা যেতে পারে।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।