ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আশুলিয়ায় ভাঙচুরের অভিযোগে ৬৭ শ্রমিক ছাঁটাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, জুলাই ৪, ২০১৫
আশুলিয়ায় ভাঙচুরের অভিযোগে ৬৭ শ্রমিক ছাঁটাই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): কারখানার ভিতরে অবৈধভাবে আন্দোলন ও ভাঙচুরে অভিযোগ এনে আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ডিইপিজেড) পুরাতন জোনের এফসিআই (বিডি) লিমিটেড গার্মেন্টস ৬৭ জন শ্রমিককে ছাঁটাই করেছে।

শনিবার (০৪ জুলাই) সকালে কারখানার ম‍ূল ফটকে ছাঁটাই করা শ্রমিকদের ছবিসহ নোটিশ টাঙিয়ে দেয় কর্তৃপক্ষ।



সকালে কারখানায় অন্য শ্রমিকরা ঢুকলেও ছাঁটাই করা শ্রমিকদের কারখানার ভিতরে প্রবেশ করতে দেয়নি নিরাপত্তাকর্মীরা।
ঈদের আগে শ্রমিকছাঁটাই করায় ক্ষোভ প্রকাশ করে কারখানার সামনে বিক্ষোভ করতে চাইলে শিল্প পুলিশ শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।

শিল্প পুলিশ সূত্র বাংলানিউজকে জানায়, তুচ্ছ ঘটনা কেন্দ্র করে গত মঙ্গলবার (৩০ জুন) সকালে এফসি আই(বিডি) লিমিটেড গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরিস্থতি অবনতির আশঙ্কায় কারখানা সেদিনই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। পরিস্থতি স্বাভাবিক হলে ৬৭ জন শ্রমিককে ছাঁটাই করে সকালে কারখানাটি খুলে দেয় মালিকপক্ষ। ছাঁটাই করা শ্রমিক ছাড়া অন্য শ্রমিকরা কারখানায় গিয়ে কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করেছেন।

এ ঘটনায় শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, কারখানার সামনে থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।