ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেস্টওয়ে গ্রুপের ১৮তম সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, জুলাই ৪, ২০১৫
বেস্টওয়ে গ্রুপের ১৮তম সাধারণ সভা অনুষ্ঠিত মো. মিজানুর রহমান

ঢাকা: বেস্টওয়ে গ্রুপের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৪ জুলাই) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।



এতে প্রধান অতিথি ছিলেন গ্রুপের চেয়ারম্যান মো. মিজানুর রহমান।

তিনি বলেন, পরিবেশবান্ধব নগরী উপহার দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা করা বেস্টওয়ে গ্রুপ অনেকদূর এগিয়েছে।

‘প্রতিশ্রুতির বাস্তবায়ন ও সততাই এ গ্রুপের সাফল্যের মূল চালিকাশক্তি। ’

দেশের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে গ্রুপটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান মিজানুর রহমান।

সভায় মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে গ্রুপের পরিচালক  তানিয়া সুলতানা তানভি, মো. মোমেন, রহুল আমিন খান, দেওয়ান নজরুল, হুমায়ূন পারভেজ খান ও গ্রুপের কর্মকর্তা শৈবাল ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫
আরইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।