ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রূপালী ব্যাংকের এমডির মেয়াদ বৃদ্ধিতে প্রাবসের অভিনন্দন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, জুলাই ৪, ২০১৫
রূপালী ব্যাংকের এমডির মেয়াদ বৃদ্ধিতে প্রাবসের অভিনন্দন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদ উদ্দিনের চাকরির মেয়াদ বৃদ্ধিতে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর জনসংযোগ কর্মকর্তাদের সংগঠন ‘পাবলিক রিলেশনস এসোসিয়েশন অফ স্টেট ওউনড ব্যাংকস (প্রাবস) এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন  জানানো হয়।

বৃহস্পতিবার (০২ জুলাই) রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কক্ষে প্রাবসের সভাপতি সোনালী ব্যাংকের ডিজিএম মোফাজ্জল হোসেন, সিনিয়র সহ-সভাপতি অগ্রণী ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা (সহকারী মহাব্যবস্থাপক) কবির আহম্মেদ খান এবং সাধারণ সম্পাদক ও রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক খায়রুল হোসেন রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।



বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫
কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।