ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নতুন রুটে ইউএস বাংলা

৩২০০ টাকায় ঢাকা টু বরিশাল-রাজশাহী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
৩২০০ টাকায় ঢাকা টু বরিশাল-রাজশাহী ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ১০ জুলাই থেকে বরিশাল-ঢাকা রুটে এবং ১১ জুলাই থেকে রাজশাহী-ঢাকা রুটে ফ্লাইট চালু করছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স। প্রাথমিকভাবে উভয়রুটে ওয়ানওয়ে (ট্যাক্সসহ) ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ২শ টাকা।



রোববার (০৫ জুলাই‘২০১৫) দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এয়ারলাইন্সটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, বরিশাল-ঢাকা রুটে সপ্তাহে চারটি এবং ঢাকা রাজশাহী রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এ দু’টি রুটে বর্ধিত ফ্লাইট পরিচালনার পরিকল্পনাও আমাদের রয়েছে।

তিনি জানান, ঢাকা-বরিশাল রুটে ফ্লাইটটি মাত্র ২৫ মিনিটে গন্তব্যে পৌঁছাবে। প্রতি সপ্তাহের রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা থেকে বরিশালের উদ্দেশে এবং ৪টা ২০ মিনিটে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে বিমান উড়বে।
 
মামুন বলেন, ১১ জুলাই ঢাকা-রাজশাহী রুটে চালু হওয়া ফ্লাইটগুলো মাত্র ৩০ মিনিটে গন্তব্যে পৌঁছাবে। প্রতি সপ্তাহে শনি, সোম ও বুধবার ৩টা ১০ মিনিটে ঢাকা থেকে রাজশাহী এবং ৪টা ১০ মিনিটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে।
 
প্রশ্নের জবাবে তিনি জানান, ১৭ জুলাই ইউএস বাংলার একবছর পূর্তি। এরপর আন্তর্জাতিক ভাবে এ এয়ারলাইন্সের কার্যক্রম শুরু হবে। বিভিন্ন দেশের সঙ্গে তাদের কথাবার্তা হয়েছে, ফ্রিকোয়েন্সির বিষয়টিও ইতিবাচক। শুধু ভারতের ফ্রিকোয়েন্সি এখনো সুলভ নয়। কিন্তু ইউএস বাংলা আশা করছে, অচিরেই সেটি অবমুক্ত হবে।
 
তিনি বলেন, ইউএস বাংলার যাত্রীরা এয়ারপোর্টে প্রবেশ করে নিজেরা অনলাইনে চেকিং-বোর্ডিং সেরে নিতে পারবেন- এমন ব্যবস্থা করা হয়েছে।

মামুন বলেন, ঢাকায় অচিরেই আমরা শাটল সার্ভিসের মাধ্যমে ‘পিক অ্যান্ড ড্রপ’ ব্যবস্থা করতে যাচ্ছি। এটি মহানগরীর বিভিন্ন গন্তব্যে পরিচালিত হবে।

তিনি জানান, বর্তমানে ২৬ টি বিভিন্ন গন্তব্যে এ এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালিত হচ্ছে। চলতি বছরের মধ্যেই নেপাল, ভুটান, কলকাতা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যংককসহ অন্যান্য আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে।
 
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক এয়ার কমোডর মো. গোলাম তৌহিদ, হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মো. শফিকুল ইসলাম, হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন মো. শেখ সাদি শিশির প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৫
এসকেএস/এনএস

** বরিশাল-রাজশাহীতে ফ্লাইট চালু করছে ইউএস বাংলা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।