ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেতন-ভাতার দাবিতে এশিয়া ডিজাইনের শ্রমিকদের অবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
বেতন-ভাতার দাবিতে এশিয়া ডিজাইনের শ্রমিকদের অবস্থান ছবি: দীপু মালাকার- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এশিয়া ডিজাইন লিমিটেডের শ্রমেকরা তিন মাসের বকেয়া বেতন পরিশোধ ও কারখানা চালুর দাবিতে আবারও অবস্থান কর্মসূচি শুরু করেছে।

সোমবার (০৬ জুলাই) সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ অবস্থান কর্মসূচি পালন করছে।



প্রেসক্লাবের সামনে অবস্থানরত শ্রমিকরা জানান, এশিয়া ডিজাইনের মালিকদের আশ্বাসের প্রেক্ষিতে তারা গত ০২ জুলাই থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচি ০৪ জুলাই পর্যন্ত স্থগিত করেন। কিন্তু মালিকরা তাদের প্রতিশ্রুতি না রাখায় তারা আবারও অবস্থান কর্মসূচি পালন করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ফিনিশিং আয়রন ম্যান বলেন, গত এপ্রিল মাস থেকে আমরা বেতন পাচ্ছি না। মালিকরা বেতন নিয়ে টালবাহানা করছেন। সামনে ঈদ, বেতন না পেলে পরিবারের সবার ঈদের দিনও না খেয়ে থাকতে হবে।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৫
এইচআর/এএসএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।