ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘ডোজ’ গ্রাহকদের অনলাইন পেমেন্টের সুযোগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
‘ডোজ’ গ্রাহকদের অনলাইন পেমেন্টের সুযোগ

ঢাকা: এখন থেকে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডোজ ইন্টারনেট গ্রাহকরা ডোজ ওয়েবসাইট (http://www.dozeinternet.com/) থেকে ইজিপেওয়ে অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ভিসা, মাস্টারকার্ড ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে মাসিক বিল এবং ইন্সটলেশন চার্জ দিতে পারবেন।

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে ডোজ-ই প্রথম গ্রাহকদের জন্য এ সুবিধা চালু করলো।



রোববার (০৫ জুলাই) ডোজ এবং কোডেরো লিমিটেড’র মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।

ডোজ ইন্টারনেট কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ চুক্তি সই হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন ডোজ ইন্টারনেট’র নির্বাহী পরিচালক জামান মো. বাহাদুর খান, হেড অব অপারেশন কাজী আশিকুর রহমান, হেড অফ মার্কেটিং মো. জাহাঙ্গীর আলম জুয়েল, প্রোডাক্ট ম্যানেজার সাকিব সিরাজ চৌধুরী, কোডেরো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মোহাম্মদ, প্রধান নির্বাহী সাকিব নাঈম, হেড অব অপারেশন জে এম রেদোয়ান প্রমুখ।
 
ডোজ ইন্টারনেট সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিত করতে পারেন  https://www.facebook.com/DOZEinternet সাইটে।
 
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৫
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।