ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মোরেলগঞ্জে এসবিএসি ব্যাংকের শাখা উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
মোরেলগঞ্জে এসবিএসি ব্যাংকের শাখা উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স(এসবিএসি)ব্যাংক লিমিটেডের ৪৪তম শাখা উদ্বোধন করা হয়েছে।

সোমবার (০৬ জুলাই) দুপুরে মোরেলগঞ্জ উপজেলা সদরে আনুষ্ঠানিকভাবে এ শাখার উদ্বোধন করেন ব্যাংক চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন।



এসবিএসি ব্যাংকের মোরেলগঞ্জ শাখা ব্যবস্থাপক শেখ আবুল ফারার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ব্যাংকের পরিচালক খান হাবিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ্ ই আলম বাচ্চু ও মুক্তিযোদ্ধা কমান্ডার মো. লিয়াকত আলী খান প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৫
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।