ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইউরোপে সফরে যাচ্ছেন ডিবিসিসিআই প্রতিনিধি দল

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৪ ঘণ্টা, জুলাই ৭, ২০১৫
ইউরোপে সফরে যাচ্ছেন ডিবিসিসিআই প্রতিনিধি দল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাণিজ্য এবং বিনিয়োগ সুযোগ বাড়াতে আগামী সেপ্টেম্বর মাসে ইউরোপের তিন দেশ- নেদারল্যান্ডস, বেলজিয়াম ও লুক্সেমবার্গ সফরে যাচ্ছেন ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের একটি প্রতিনিধি দল (ডিবিসিসিআই)।
 
সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে এ তথ্য জানান ডিবিসিসিআই নেতারা।



সংগঠনের প্রেসিডেন্ট এম হাসান খালেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ফেরদৌস খান আলমগীর, ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের প্রথম সচিব (রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক) হেনরিক ভ্যান আসচ ভ্যান উইজক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়া ডিবিসিসিআই’র পরিচালক এম জাকির হোসেন এবং আবদুল মুমিতও উপস্থিত ছিলেন।
 
জাকির হোসেন বলেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও লুক্সেমবার্গে বাংলাদেশি পণ্যের প্রসার বাড়ানো, ডিবিসিসিআই সদস্যদের প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন গেটওয়ে উন্মুক্ত করা এবং বিদ্যমান ব্যবসা প্রসারিত, নতুন সুযোগ অন্বেষণ এবং আন্তর্জাতিক এক্সপোজার গ্রহণ করাই এই সফরের উদ্দেশ্য।

হেনরিক ভ্যান চার বছর পর ফের চালু করা ডিবিসিসিআই নিউজলেটার উন্মোচন করেন। দুদেশের সম্পর্ককে আরো শক্তিশালী করতে তিনি তার সরকারের পূর্ণ সমর্থনের বিষয়ে আশ্বাস দেন।

অনুষ্ঠানে ক্যানচ্যাম প্রেসিডেন্ট মাসুদ রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৫
জেপি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।