ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

তুরাগের কামারপাড়ায় মিডল্যান্ড ব্যাংকের ১৩তম শাখা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, জুলাই ৭, ২০১৫
তুরাগের কামারপাড়ায় মিডল্যান্ড ব্যাংকের ১৩তম শাখা

ঢাকা: ঢাকার তুরাগ থানার হরিরামপুর ইউনিয়নের কামারপাড়ায় মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ১৩তম শাখা উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) কামারপাড়ার জমজম টাওয়ারে ব্যাংকের ভাইস চেয়ারপারসন নিলুফার জাফরউল্লাহ এমপি ও পরিচালক আব্দুল মজিদ মন্ডল এমপি শাখাটির উদ্বোধন করেন।



এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান এবং উপ- ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির।

অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, শুভনুধ্যায়ী ও এলাকার বিশিষ্ট ব্যক্তি ছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের কামারপাড়া শাখার শাখা প্রধান ও এফএভিপি মো. শাখাওয়াত হোসেন, ব্যাংকের অন্য এক্সিকিউটিভ ও কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৫
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।