ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্র্যাক ব্যাংকের পণ্যদূত হলেন তাসকিন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, জুলাই ৭, ২০১৫
ব্র্যাক ব্যাংকের পণ্যদূত হলেন তাসকিন ছবি : সংগৃহীত

ঢাকা: দেশের উদীয়মান তরুণ ক্রিকেটার তাসকিন আহমেদকে পণ্যদূত নিযুক্ত করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

সোমবার (৬ জুলাই) এ বিষয়ে ব্র্যাক ব্যাংক ও তাসকিন আহমেদের মধ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি চুক্তি সই হয়।



ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন ও সার্ভিস কোয়ালিটি জারা জাবীন মাহবুব এবং তাসকিন আহমেদ চুক্তিতে সই করেন।

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ।

সৈয়দ মাহবুবুর রহমান বলেন, তাসকিন আহমেদ তারুণ্য, প্রতিভা ও সম্ভাবনার প্রতীক। এই স্পিড আইকনের সঙ্গে পার্টনারশিপ করতে পেরে আমরা গর্বিত। আমরা বিশ্বাস করি এই পার্টনারশিপ তাসকিনের ক্রিকেট সম্ভাবনার বাস্তবে রূপ নিতে সহায়ক হবে। বাংলাদেশি ব্যাংক হিসেবে দেশের মানুষের সম্ভাবনা পূরণে কাজ করে ব্র্যাক ব্যাংক।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।