ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নতুন পোস্টপেইড প্যাক এনেছে রবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জুলাই ৭, ২০১৫
নতুন পোস্টপেইড প্যাক এনেছে রবি

ঢাকা: সময়ের সঙ্গে গ্রাহকের প্রয়োজন ও চাহিদার পরিবর্তনের বিষয়টি মাথায় রেখে সম্প্রতি নতুন একটি পোস্টপেইড একুইজিশন প্যাক চালু করেছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।

মঙ্গলবার (০৭ জুলাই) রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই পোস্টপেইড প্যাকটির সঙ্গে ফ্রি কানেকশন পাবেন রবি গ্রাহকরা। তবে সিকিউরিটি ডিপোজিট হিসেবে ৫০০ টাকা জমা দিতে হবে, যা ফেরতযোগ্য। অফারের অংশ হিসেবে গ্রাহকরা ৫০০ টাকা মূল্যমানের সেবা উপভোগ করতে পারবেন।

এছাড়া গ্রাহকরা দিন-রাত ২৪ ঘণ্টা যে কোনো অপারেটরে প্রতি ১০ সেকেন্ডে ১০ পয়সা, যে কোনো স্থানীয় অপারেটরে প্রতি এসএমএস ৩৫ পয়সা ও প্রতি মেগাবাইট ইন্টারনেট ৫০ পয়সা হিসেবে ব্যবহার করতে পারবেন। এই প্যাকে কোনো লাইন রেন্ট নেই।  

গ্রাহকরা ৪৮ ঘণ্টার মধ্যে অ্যাক্টিভেশন বোনাস হিসেবে ৫০০ মেগাবাইট ডাটা, ৫০০টি এসএমএস ও ৫০০টি এমএসএস পাবেন, যার মেয়াদ থাকবে এক মাস। এছাড়া বিনামূল্যে তিন মাস মেয়াদী ডেইলি নিউজ এলার্ট ও কল ব্যাক সার্ভিস গ্রহণ করতে পারবেন গ্রাহকরা।

একমাত্র নতুন পোস্টপেইড গ্রাহকরাই অ্যাক্টিভেশন বোনাসটি উপভোগ করতে পারবেন।

বর্তমান পোস্টপেইড গ্রাহকরা নতুন পোস্টডেইড একুইজেশন প্যাকে মাইগ্রেট করার মাধ্যমে অ্যাক্টিভেশন বোনাস ছাড়া বাবি সব ট্যারিফ ও বেনিফিটগুলো পাবেন বলে জানিয়েছে রবি।

মাইগ্রেশনের জন্য *১৪০*৫২# নাম্বারে ডায়াল বা ১০<স্পেস>অন লিখে ৮২৪৪ নাম্বারে এমএসএস করতে হবে।

এছাড়া প্রতি মাসে কি পরিমাণ মোবাইল ফোন সেবা গ্রহণ করছেন এর ওপর ভিত্তি করে বোনাস পাবেন গ্রাহকরা। এক মাসে গ্রাহকের মাসিক বিল ২০০ টাকার বেশি হলে তিনি রবি-রবি ২০০ মিনিট এবং ১ জিবি ডাটা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। অন্যদিকে বিল ৪০০ টাকা ছাড়িয়ে গেলে তিনি মাসের বাকি সময়ে রবি-রবি প্রতি মিনিট ৪৫ পয়সা রেটে কথা বলতে পারবেন। এছাড়া বিল ৬০০ টাকা ছাড়িয়ে গেলে রবি-রবি প্রতি মিনিট ৩০ পয়সা রেটে কথা বলতে পারবেন গ্রাহকরা (১০ সেকেন্ড পালস)।

নতুন পোস্টপেইড গ্রাহকরা সরাসরি রবির লয়েল্টি প্রোগ্রামের সদস্য হয়ে যাবেন। এছাড়া রবি সেবায় থাকা সাপেক্ষে গ্রাহকরা শেষের ছয়টি ডিজিট নিজের ইচ্ছামত নেয়ার সুযোগ পাবেন।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৫
এমআইএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।