ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেনাপোল কাস্টমসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৩ হাজার কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জুলাই ৭, ২০১৫
বেনাপোল কাস্টমসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৩ হাজার কোটি টাকা

বেনাপোল (যশোর): বেনাপোল স্থলবন্দরের কাস্টমস হাউজে ২০১৫-১৬ অর্থ বছরে আমদানি পণ্য থেকে ৩ হাজার ১৪৩ কোটি ৩২ লাখ টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।  

মঙ্গলবার (৭ জুলাই) সকালে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা আদায় সংক্রান্ত এই তথ্য বেনাপোল কাস্টমস হাউজ থেকে জানা যায়।



এদিকে, কাস্টমস কর্তৃপক্ষ চলতি অর্থবছরে দেওয়া লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে জানালেও ব্যবসায়ীরা বলছেন অনিশ্চয়তার কথা।

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বাংলানিউজকে বলেন, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে আমদানি বাণিজ্য ও পণ্য ছাড়করার ক্ষেত্রে কাস্টমস কর্তৃপক্ষের কাজে স্বচ্ছতা ফিরিয়ে আনতে হবে। বেনাপোল বন্দর দিয়ে যে ব্যবসায়ীরা পণ্য আমদানি করছেন, তাদের ক্ষেত্রে অনিয়ম করে বেশি শুল্ক ধার্য করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এতে ব্যবসায়ীরা বেনাপোল বন্দরের পরিবর্তে মংলা, ভোমরা ও চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আমদানি করছেন। সেসব বন্দরে কম মূল্যে কাস্টমস কর্মকর্তারা পণ্য খালাস করছেন বলেও জানান তিনি।   

বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার রেজাউল ইসলাম মঙ্গলবার সকালে বাংলানিউজকে বলেন, সবাই আন্তরিকতা ও সততার সঙ্গে কাজ করলে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণ করা খুব একটা কঠিন কাজ হবে না।

এসময় পণ্য ছাড়করার ক্ষেত্রে অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সবকিছু নিয়মের মধ্যেই হচ্ছে।

এর আগে, বেনাপোল কাস্টমস হাউসে ২০১৪-১৫ অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল দুই হাজার ৪৭২ কোটি ৬৮ লাখ টাকা। এ ক্ষেত্রে আদায় হয়েছে দুই হাজার ৫৫৮ কোটি ২৯ লাখ টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৮৫ দশমিক ৬১ কোটি টাকা বেশি।

উল্লেখ্য, ২০১৪-১৫ অর্থ বছরে ভারত থেকে এক লাখ দুই হাজার ৩২টি ভারতীয় ট্রাকে আমদানি হয় ১৪ লাখ ৩২ হাজার ৯১৫ মেট্রিক টন পণ্য। এসময় রাজস্ব পরিশোধ করে বন্দর থেকে এক লাখ ২১ হাজার ৭৭৬টি বাংলাদেশি ট্রাকে পণ্য খালাস হয় ১৪ লাখ ৪৫ হাজার ৬৮১ মেট্রিক টন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।