ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রিমিয়ার ব্যাংকের নতুন ডিএমডি এসএম জাফর

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
প্রিমিয়ার ব্যাংকের নতুন ডিএমডি এসএম জাফর এসএম জাফর

ঢাকা: এসএম জাফর সম্প্রতি প্রিমিয়ার ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন। প্রিমিয়ার ব্যাংকে যোগদানের পূর্বে তিনি প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।



১৯৮৫ সালে আরব বাংলাদেশ ব্যাংকে (এবি ব্যাংক) -কর্মজীবন শুরু করে জাফর তার দীর্ঘ ৩০ বছরের ব্যাংকিং জীবনে আল বারাকা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও নির্বাহী পদে কর্মরত ছিলেন এবং নিষ্ঠার সঙ্গে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করেন।

এসএম জাফর ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালকেরও দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।