ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওয়েজ আর্নার ডেভেলপমেন্টসহ ৩ বন্ডে উৎসে আয়কর প্রত্যাহার

বিজনেস এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
ওয়েজ আর্নার ডেভেলপমেন্টসহ ৩ বন্ডে উৎসে আয়কর প্রত্যাহার

ঢাকা: ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডসহ ৩ বন্ডে উৎসে আয়কর প্রত্যাহার করা হয়েছে। বুধবার(৮ জুলাই’২০১৫) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।



মহাব্যবস্থাপক বিষ্ণ‍ু পদ পদ সাহা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বাজেট কার্যক্রম ২০১৫ এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ৫২ ডি ধরা সংশোধন করা হয়েছে। সংশোধিত বিধান অনুসারে বিদ্যমান ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের যেকোন পরিমাণ বিনিয়োগের বিপরীতে অর্জিত সুদের উপর উ‍ৎসে কর কর্তন প্রযোজ্য হবেনা। এ বিধান ১ জুলাই’২০১৫ থেকে কার্যকর হবে।

২ জুলাই’২০১৫ ইং তারিখের সরকারের অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, জাতীয় সঞ্চয় পরিদপ্তর ও ৩০ জুন’২০১৫ জাতীয় রাজস্ব বোর্ডের চিঠির আলোকে এ সিদ্ধান্তের কথা জানানো হচ্ছে বলেও এতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।