ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংকের ইন্টা. ব্যাংকিং উইংয়ের ইফতার আয়োজন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
ইসলামী ব্যাংকের ইন্টা. ব্যাংকিং উইংয়ের ইফতার আয়োজন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইং-এর উদ্যোগে বিদেশি এক্সচেঞ্জ হাউজের স্থানীয় প্রতিনিধিদের সম্মানে মত বিনিময় সভা ও ইফতার মাহফিল বুধবার (৮ জুলাই’ ২০১৫) স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব উল আলম এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।



ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবদুস সাদেক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএই এক্সচেঞ্জের প্রতিনিধি আবদুল খালেক, এক্সপ্রেস মানির মো. শামীম ইফতেখার, ইনস্ট্যান্ট ক্যাশ ইউএই’র সানজানা ফরিদ, ট্রান্সফাস্ট এলএলসি ইউএসএ’র খাইরুজ্জামান, আল আনসারি এক্সচেঞ্জ ইউএই’র মাসুদ চৌধুরী, লুলু ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ ইউএই’র দেবু বিশ্বাস, প্লাসিড এক্সপ্রেস ইউএসএ’র ফারুক হেলালী ও আইএমই মালয়েশিয়ার একেএম নাজমুল হুসাইন মাসুম। ইসলামী ব্যাংক ও বিভিন্ন এক্সচেঞ্জ হাউজের কর্মকর্তাবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।