ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কেএফসি-পিজ্জা হাটসহ ৫১ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
কেএফসি-পিজ্জা হাটসহ ৫১ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

ঢাকা: পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরিসহ বিভিন্ন অপরাধে কেএফসি, পিজ্জা হাটসহ ৫১ প্রতিষ্ঠানের মালিককে পাঁচ লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

সোমবার (১৩ জুলাই) দুপুর পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বাজার তদারকির অংশ হিসেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উদ্যোগে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।



অধিদফতরের পরিচালক মতিন-উল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর পরিচালনায় রাজধানীর ধানমন্ডি এলাকায় আম্বালা ইন ও পিজ্জা হাটের মালিককে যথাক্রমে ৬০ হাজার ও ৫০ হাজার এবং কেএফসির মালিককে ৫০  হাজার টাকা জরিমানা করা হয়।
 
এদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আতিয়া সুলতানার পরিচালনায় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় হোটেল গ্রিন অ্যান্ড রেস্টুরেন্টের মালিককে ২৫ হাজার টাকা এবং অন্য তিন প্রতিষ্ঠানের মালিককে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
এছাড়া খুলনা সদরের চার প্রতিষ্ঠানের মালিককে একলাখ পাঁচ হাজার, যশোর সদরের সাত প্রতিষ্ঠানের মালিককে ২৮ হাজার ৫০০, রাজশাহীর তানোর উপজেলার পাঁচ প্রতিষ্ঠানের মালিককে আট হাজার, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার, নীলফামারীর জলঢাকা উপজেলার চার প্রতিষ্ঠানের মালিককে ১৫ হাজার, কুড়িগ্রাম সদরের তিন প্রতিষ্ঠানের মালিককে ১৪ হাজার, দিনাজপুরের বিরামপুর উপজেলার পাঁচ প্রতিষ্ঠানের মালিককে ২৭ হ‍াজার, সিলেট সদরের তিন প্রতিষ্ঠানের মালিককে ৫৩ হাজার, মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ৯ প্রতিষ্ঠানের মালিককে ২৫ হাজার এবং মৌলভিবাজারের কুলাউড়া উপজেলার দুই প্রতিষ্ঠানের মালিককে সাত হাজার টাকা জরিমানা করা হয়।
 
জেলা পর্যায়ে বাজার তদারকির অংশ হিসেবে অভিযানে অংশ নেন খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল শেখ, রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল আলম, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কৃষ্ণ পদ ঢালী, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ সাদী, দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল নাইম, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর রহমান এবং মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল আমিন। ‍
 
মোট ৫১ প্রতিষ্ঠানের মালিককে পাঁচ লাখ পাঁচ হাজার টাকা জরিমানা কর‍া হয়। এসময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্যাম্পলেটও বিতরণ করা হয়েছে।

অভিযানে অংশ নেন মহানগর ও জেলা পুলিশ, বাজার কর্মকর্তা, ক্যাব, মৎস্য অধিদফতর, চেম্বার অব কমার্স ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।
 
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
একে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।