ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বকেয়া বেতনের দাবিতে সোয়ান গার্মেন্টস শ্রমিকদের অবস্থান

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
বকেয়া বেতনের দাবিতে সোয়ান গার্মেন্টস শ্রমিকদের অবস্থান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: তিন মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে সোয়ান গার্মেন্টসের শ্রমিকরা পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি শুরু করেছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে তারা একটি বিক্ষোভ মিছিল করে জাতীয় প্রেসক্লাবের সামনে পঞ্চম দিনের অবস্থান কর্মসূচি শুরু করেন।



বিক্ষোভ মিছিলটির নেতৃত্ব দেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক জলি তালুকদার।

এ অবস্থান কর্মসূচিতে গার্মেন্টসটির শতাধিক শ্রমিকের সঙ্গে উপস্থিত আছেন- গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি মন্টু ঘোষ, সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন, কার্যকরী সভাপতি সাদিকুর রহমান প্রমুখ।

কর্মসূচির বক্তব্যে শ্রমিক নেতারা বলেন, এপ্রিল-মে-জুন এই তিন মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস আজকের মধ্যেই পরিশোধ করতে হবে। দাবি মানা না হলে গার্মেন্টস শ্রমিকরা তীব্র আন্দোলন গড়ে তুলবে।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
এলকে/আইএ/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।