ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মূসক সপ্তাহ পালনে এনবিআর চেয়ারম্যান এর কৃতজ্ঞতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
মূসক সপ্তাহ পালনে এনবিআর চেয়ারম্যান এর কৃতজ্ঞতা জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. নজিবুর রহমান

ঢাকা: মূসক (মূল সংযোজন কর) সপ্তাহ পালনে সহযোগিতার জন্য এনবিআর’র সর্বস্তরের কর্মকর্তা, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

বৃহস্পতিবার (১৬ জুলাই) এনবিআর’র জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।



‘সময়মতো মূসক দেবো, দেশগড়ায় অংশ নেব’ স্লোগানে ১০-১৬ জুলাই দেশব্যাপী ৫ম জাতীয় মূসক সপ্তাহ পালিত হয়।

চেয়ারম্যান বলেন, রাজধানীসহ সারাদেশে সবার অংশগ্রহণে ফলপ্রসূভাবে মূসক দিবস ও সপ্তাহ পালিত হয়েছে। সার্বিক সহযোগিতার জন্য প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া কর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

ঢাকাসহ সারাদেশে কর অঞ্চলের কর্মকর্তারা দিবস ও সপ্তাহ পালন এবং করদাতাদের উৎসাহ প্রদানে নানা কর্মসূচি পালন করেছে।

তিনি কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া আগামীতে আরও জাকজমকপূর্ণভাবে দিবসটির পালন ও করদাতাদের সচেতন করা হবে বলে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মূসক দিবসে জাতীয় পর্যায়ে ৯ ও জেলা পর্যায়ে ১১০ সর্বোচ্চ মূসক প্রদানকারী ব্যক্তি-প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ সম্মাননা তুলে দেন। এর আগে ১০ জুলাই মূসক দিবসে র‌্যালি করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
আরইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।