ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২০১৬ থেকে অনলাইনে ভ্যাট

ইসমাইল হোসেন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
২০১৬ থেকে অনলাইনে ভ্যাট ছবি: প্রতীকী

ঢাকা: অনলাইনে মূল্য সংযোজন কর (মূসক) পরিশোধে মূসক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং প্রয়োজনীয় সফটওয়ার-হার্ডওয়ার কিনতে একটি প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উপস্থাপিত হচ্ছে। প্রকল্প বাস্তবায়িত হলে ২০১৬ সালে অনলাইনের মাধ্যমে মূসক পরিশোধ করা যাবে।



বর্তমানে মূসক ব্যবস্থাপনার প্রায় সব কাজ ম্যানুয়ালি সম্পাদিত হয়। এতে গ্রাহকদের ভোগান্তি এবং সময়ক্ষেপণের পাশাপাশি জটিলতাও রয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এ প্রস্তাব বুধবার সচিবালয়ে অনুষ্ঠিতব্য সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উপস্থাপিত হওয়ার কথা।

মন্ত্রিসভা কমিটির জন্য তৈরি করা এ সংক্রান্ত সার-সংক্ষেপে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের আওতায় ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর বাস্তবায়ন (ভ্যাট অনলাইন) প্রকল্প নেওয়া হয়েছে।

কর ব্যবস্থাপনা সংষ্কারের অংশ হিসেবে ২০১২ সালের ২৭ নভেম্বর আইনটি জাতীয় সংসদে গৃহীত হয়। আইনটি ২০১৬ সালের ১ জুলাই থেকে বাস্তবায়নের জন্য প্রকল্পের আওতায় মূসক ব্যবস্থায় তথ্য ব্যবস্থাপনার প্রবর্তন, মূসক ব্যবস্থাপনা প্রক্রিয়া সংস্কার এবং মূসক বিভাগের সাংগাঠনিক কাঠামোর পুর্নগঠনের মাধ্যমে মূসক ব্যবস্থাপনার আধুনিকায়ন করা হবে।

মূসক ব্যবস্থাপনার আধুনিকায়নের আওতায় বর্তমানের এলাকাভিত্তিক কর্মপদ্ধতি পরিবর্তন করে কাযর্ক্রম ভিত্তিক পরিচালিত করতে ২০১৬ সালের জানুয়ারি মাসে নতুন মূসক ব্যবস্থাপনার অধীনে নিবন্ধন কার্যক্রম শুরু হবে।

একই বছরের ১ জুলাই থেকে প্রথম মূসক দাখিলপত্র অনলাইন সিস্টেমে গ্রহণ এবং ডিসেম্বর মাসের মধ্যে অটোমেশন প্রক্রিয়া তথা অনলাইন নেটওয়ার্ক সম্পূর্ণরূপে কার্যকর হবে।

প্রকল্পটি এরইমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি অনুমোদন করেছে জানিয়ে সার-সংক্ষেপে বলা হয়, এতে ব্যয় হবে ৫৫১ কোটি টাকা। বাংলাদেশ সরকার ১০১ কোটি এবং বিশ্বব্যাংক প্রকল্প সহায়তা দেবে ৪৫০ কোটি টাকা। বিশ্বব্যায়কের সাথে এ সংক্রান্ত চুক্তিও সম্পন্ন হয়েছে।

প্রকল্প বাস্তবায়নে মূসক ব্যবস্থাপনা অটোমেশনে কমার্শিয়াল-অফ-দ্য-সেলফ (সিওটিএস) সফটওয়ার, হার্ডওয়ার, নেটওয়ার্কিং অ্যান্ড সাপোর্ট সার্ভিস সরবরাহের মাধ্যমে ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম (আইভিএএস) স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা হবে।

প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় কাজ সম্পাদনে ‘এফটিপি ইনফরমেশন সিস্টেমস করপোরেশন’কে কার্যাদেশ দিতে চুক্তি সম্পাদন করার প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন চেয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫ 
এমআইএইচ/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।