ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে নতুন মুখ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
এনসিসি ব্যাংকের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে নতুন মুখ

ঢাকা: এনসিসি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এস.এম. আবু মহসীন ব্যাংকের নতুন চেয়ারম্যান এবং সোহেলা হোসেন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি এই সভা অনুষ্ঠিত হয়।



চেয়ারম্যান এস. এম. আবু মহসীন ১৯৫২ সালে চট্টগ্রামে জন্ম নেন। তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্পগ্রুপ মোজাহের ঔষধালয়ের প্রতিষ্ঠাতা মরহুম অধ্যক্ষ এস. এম. মোজাহেরুল হকের ছেলে।

মহসীন একজন সফল ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা। তিনি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের সদ্য বিদায়ী চেয়ারম্যান। সেন্ট্রাল হসপিটাল লিমিটেডের একজন পরিচালক। তার অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন কোম্পানি লিমিটেড ইত্যাদি।

এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তিনি। এর মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, চট্টগ্রাম ক্লাব লিমিটেড, ভাটিয়ারী গলফ ও কান্ট্রি ক্লাব লিমিটেড উল্লেখযোগ্য। বর্তমানে তিনি চট্টগ্রাম সিনিয়র্স ক্লাব-এর নির্বাচিত প্রেসিডেন্ট।

ভাইস চেয়ারম্যান সোহেলা হোসেন একজন খ্যাতিমান শিক্ষাবিদ ও সমাজ গবেষক। তিনি মীর আকতার হোসেন লিমিটেড, মীর সিমেন্ট লিমিটেড, মীর কনক্রীট লিমিটেড এবং মীর রিয়েল এস্টেটসহ আরও অনেক শিল্প প্রতিষ্ঠানে পরিচালকের দায়িত্ব পালন করছেন। তিনি সাবেক সিআইপি।

সোহেলা হোসেন ১৯৫২ সালে ফরিদপুর জেলার ঝিলটুলিতে এক অভিজাত ও শিক্ষিত পরিবারে জন্ম নেন। ঢাকা বিশ্ববিদ্যলয় থেকে প্রথম শ্রেণিতে বি.এ. অনার্স (দর্শন) এবং এম.এ. ডিগ্রি লাভের পর সোহেলা হোসেন অধ্যাপনার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি রাজধানীর তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রায় দু’দশক সুনামের সঙ্গে অধ্যাপনার দায়িত্ব পালন করেন।

পাশাপাশি বেতার-টেলিভিশনের বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী হিসেবেও খ্যাতি রয়েছে তার। এর আগে কয়েকটি গানের অ্যালবামও বেরিয়েছে তার। সাংস্কৃতিক চর্চায় তিনি প্রতিষ্ঠা করেছেন ‘সুর সাধনা’ একাডেমি।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
এসই/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।