ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শ্রীমঙ্গলে মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
শ্রীমঙ্গলে মৎস্য সপ্তাহের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): শ্রীমঙ্গলে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ‘সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে’ – এ স্লোগানকে নিয়ে মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা মৎস্য দফরত আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৫’র উদ্বোধন করা হয়।


 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এবং সাবেক চিফ হুইপ আলহাজ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।
 
শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মোহাম্মাদ ছাইদুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি গোপাল দেব চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান খান প্রমুখ।
 
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আশিকুজ্জামান। আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। তারপর প্রধান অতিথি কর্তৃক উপজেলার পুকুরে পোনা-মাছ অবমুক্ত করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
বিবিবি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।