ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজেট বাস্তবায়নে ডিসিদের সহায়তা চান অর্থমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
বাজেট বাস্তবায়নে ডিসিদের সহায়তা চান অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

ঢাকা: ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বাস্তবায়নে জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মঙ্গলবার (২৮ জুলাই) শুরু হওয়া তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের বৈঠকের শুরুতে এ সহযোগিতা চান অর্থমন্ত্রী।



এছাড়াও বাজেটে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা প‍ূরণ করতেও জেলা প্রশাসকদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

এর আগে সকাল ১০টায় নিজ কার্যালয়ের শাপলা হলে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের (ডিসি সম্মেলন) আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
বিকেলে সচিবালয়ে দ্বিতীয় অধিবেশন শুরু হয় বিকেল ৫টায়।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
‌এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।