ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রতি জেলায় আয়কর দাতা হবে এক লাখ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
প্রতি জেলায় আয়কর দাতা হবে এক লাখ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

ঢাকা: দেশে বর্তমানে করদাতার সংখ্যা ১৮ লাখ। জেলা প্রশাসকদের সহায়তায় চলতি অর্থবছরেই প্রতি জেলায় আয়কর দাতার সংখ্যা ১ লাখে উন্নীত করা সম্ভব।



ডিসি সম্মেলনের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব কথা বলেন।
 
বৈঠকের শুরুতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে জেলা প্রশাসকদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
 
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, করদাতা বাড়াতে বাড়াতে কাস্টমস, আয়কর ও মূল্য সংযোজন কর বিভাগ জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে যৌথভাবে কাজ করবে।
 
তিনি বলেন, প্রতি জেলায় সরকারি কোষাগারে জায়গার অভাব রয়েছে বলেও জেলা প্রশাসকরা জানিয়েছেন। জায়গা বাড়াতে জন প্রশাসন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে।

কৃষি পণ্যের উৎপাদন বাড়াতে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের জন্য কৃষি ঋণ বিতরণ সরকার বাধ্যতামূলক করেছে বলেও জানান মন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, কৃষি ঋণের যাবতীয় তথ্য সহজলভ্য করতে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের পরিপত্র বাস্তবায়নে জেলা প্রশাসকদের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
 
এদিকে কর আদায় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়ে অভিযোগ করে জেলা প্রশাসকরা অর্থমন্ত্রীকে বলেন, কর আদায়কারীরা সব সময় আমাদের থেকে দূরে থাকেন। নিজেদের মতো করে আয়কর দাতা জরিপ করেন।

মন্ত্রীর সঙ্গে একমত পোষণ করে তারা বলেন, আমাদের সঙ্গে সমন্বয় করে কাজ করলে প্রতি জেলা থেকে বছরে ১ লাখ আয়কর দাতা শনাক্ত করা সম্ভব।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
এসই/এমএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।