ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মজুমদার গ্রুপের ৫০ বছর পূর্তিতে নতুন লোগো উন্মোচন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
মজুমদার গ্রুপের ৫০ বছর পূর্তিতে নতুন লোগো উন্মোচন ছবি: সোহাগ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মানসম্মত পণ্য উৎপাদন ও সরবরাহের অঙ্গীকারে নতুনভাবে যাত্রা শুরু করার প্রত্যাশায় সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেছে মজুমদার গ্রুপ।  
 
মঙ্গলবার (জুলাই ২৮) রাতে রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ৫০ বছর পূর্তিতে নতুন লোগো উন্মোচন করা হয়।

 
 
মজুমদার গ্রুপে কর্মরত সবাইকে অভিনন্দন জানিয়ে বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলাম বলেন, এ গ্রুপটি ‍দীর্ঘদিন ধরে মানসম্মত পণ্য  উৎপাদন ও সরবরাহ করে আসছে। প্রতিষ্ঠার পর তিনটি প্রজন্ম একে সামনে এগিয়ে  নিয়ে যাচ্ছে। ‍
 
আতিকুল বলেন, প্রতিটি গার্মেন্টস ফ্যাক্টরির কর্মকর্তা ও শ্রমিকরা আমাদেরই অংশ। কারণ, তাদের জন্যই আমরা একটি বড় প্রতিষ্ঠান পরিচালনা করতে পারি।
 
রানা প্লাজা ট্রাজেডিতে আমরা অনেক শ্রমিককে হারিয়েছি। ‍এর মতো আর কোনো দুর্ঘটননা যেনো না ঘটে সে বিষয়ে বিজিএমইএ কাজ করছে।   শ্রমিকদের কাজের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সব ফ্যাক্টরিতে আমরা পরিদর্শন করছি। এজন্য একটি ওয়েবসাইট তেরি করা হয়েছে যেখানে মানসম্পন্ন ফ্যাক্টরিগুলোর সব তথ্য থাকবে।
 
তিনি  বলেন, মানসম্মত পণ্য উৎপাদন ও সরবরাহের জন্য বাংলাদেশ সবচেয়ে ভালো, এটিই আমাদের স্লোগান হবে। ‍
 
মজুমদার গ্রুপের চেয়ারম্যান সাইফুল হক মজুমদার বলেন, মজুমদার গ্রুপ ১৯৬৫ সালে আমার বাবা এ কে এম ফজলুল হক মজুমদারের হাত ধরে যাত্রা শুরু করে। এটি বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে পণ্য রফতানির কাজে নিয়োজিত।
 
তিনি বলেন, আমরা ভালো মানের পণ্য উৎপাদনে সাফল্য অর্জন করে আসছি। আগামীতে আরও ভালো মানের পণ্য সরবরাহের ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ।  
 
বিশেষ অতিথি বিজিএমইএ’র প্রেসিডেন্ট আতিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে গ্রুপের নতুন লোগো উন্মোচন করেন।

এসময় মজুমদার গ্রুপের সাফল্যের সঙ্গে জড়িত সবাইকে ক্রেস্ট ও প্রত্যয়নপত্র দেওয়া হয়।
 
এছাড়া ৫০ বছর পুর্তি উপলক্ষে ‍বর্ণাঢ্য এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
সুবর্ণ জয়ন্তী ও লোগো উন্মোচন অনুষ্ঠানে গ্রুপের সব বিভাগের ‍কর্মকর্তা ও কর্মীসহ বায়ার, সর্বরাহকারীরা উপস্থিত ছিলেন।  
 
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
এসজেএ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।