ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

এবার ছাত্র ও রোগীদের সেবায় সিটি ব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৮ ঘণ্টা, আগস্ট ১, ২০১০

ঢাকা: বিদেশে পড়তে ও চিকিৎসা নিতে আগ্রহীদের জন্য এবার সিটি ব্যাংক নিয়ে এলো সিটি স্টুডেন্ট ফাইল ও সিটি মেডিকেল ফাইল।

আজ রোববার সকালে বনানীর সিটি স্টুডেন্ট সেন্টারে এ দু’টি সেবার উদ্বোধন করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্যবসায়) সুহেল আর কে হুসেইন।

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্রেটিড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মো. এহসান খসরু, রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মাশরুর আরেফিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সুহেল হুসেইন বলেন, ‘দেশের বাইরে পড়তে ও চিকিৎসা নিতে আগ্রহীদের যাবতীয় সুবিধা দিতে এ সেবা দু’টি চালু করেছি আমরা। ’

তিনি আরও জানান, ‘এ দু’টি প্রয়োজনে বিদেশে যাওয়ার ক্ষেত্রে সব ধরনের বৈদেশিক মুদ্রা সংক্রান্ত সমাধান ছাড়াও একদিনেই প্রসেসিং ও ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের সুবিধা থাকবে এখানে। ’

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, দ্রুত সেবা নিশ্চিত করতে এরই মধ্যে থাইল্যান্ডের বামরুনগ্রাদ, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ, ভারতের অ্যাপোলো ও ম্যাক্সেলসহ বিশ্বের ছয়টি বড় হাসপাতাল এবং ৬৭টি স্টুডেন্ট এজেন্সি কাউন্সিলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে সিটি ব্যাংক।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, আগস্ট ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad