ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

১ সেপ্টেম্বর থেকে ইউক্যাশেও ইন্ডিয়ান ভিসা প্রসেসিং ফি

বিজনেস এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, আগস্ট ১, ২০১৫
১ সেপ্টেম্বর থেকে ইউক্যাশেও ইন্ডিয়ান ভিসা প্রসেসিং ফি

ঢাকা: ইন্ডিয়ান ভিসা প্রসেসিং ফি আগামী ১ সেপ্টেম্বর থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) মোবাইল আর্থিক পরিষেবা ইউক্যাশের মাধ্যমেও জমা দেওয়া যাবে।

ইন্ডিয়ান ভিসা আপ্লিকেশন সেন্টার ও ইউক্যাশ কর্তৃপক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।



ইউক্যাশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্যাশ গ্রাহকগণ নিজস্ব একাউন্ট থেকে ভিসা প্রসেসিং ফি জমা দিতে পারবেন। একটি একাউন্ট থেকে একাধিক আবেদনের ফি জমা দেওয়া যাবে। সফলভাবে ফি জমা দেওয়া হলে তা কনফারমেশন এসএমএস’র মাধ্যমে গ্রাহককে জানানো হবে। কোনো কারণে গ্রাহক কনফারমেশন এসএমএস না পেলে গ্রাহককে ইউক্যাশ হেল্পলাইন ১৬২৬৮ নম্বরে যোগাযোগ করতে হবে। দেশের ৭টি শাখার মধ্যে যে শাখায় ভিসা আবেদন জমা দেওয়া হবে সেই শাখার জন্য ভিসা প্রসেসিং ফি পরিশোধ করতে হবে।
ভিসা প্রসেসিং ফি পরিশোধ করতে কোনো অতিরিক্ত সার্ভিস চার্জ প্রযোজ্য হবে না।

এর আগে গত এপ্রিল মাসে ইউসিবি ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মধ্যে এ বিষয়ে একটি চুক্তি সই হয়।

ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মীর্জা মাহমুদ রফিকুর রহমান এবং  স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার আইটি প্রধান শংকর প্রসাদ বালা নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে  সই করেন।

চুক্তি সই অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার সন্দিপ চক্রবর্তী।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।