ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আরএফএল ইলেক্ট্রনিক্সের বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ১, ২০১৫
আরএফএল ইলেক্ট্রনিক্সের বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত ছবি : সংগৃহীত

ঢাকা: সারাদেশের বিক্রয় প্রতিনিধিদের নিয়ে ‘সাকসেস মিট’ শীর্ষক সম্মেলন করেছে আরএফএল ইলেক্ট্রনিক্স। গত ২৫ জুলাই কক্সবাজারের লং বিচ হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে আরএফএল এর ভিশন, বিজলী এবং ক্লিক ব্র্যান্ডের ৭৭৩ জন বিক্রয় প্রতিনিধি ও কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

প্রাণ-আরএফএল গ্রুপ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী বলেন, খুব শিগগির আর বিদেশ থেকে প্রযুক্তিপণ্য এবং বৈদ্যুতিক পণ্য আমদানি করতে হবে না। আরএফএল বিশ্বমানের পণ্য তৈরি করে যৌক্তিক মূল্যে তা জনগণের দোরগোড়ায় পোঁছে দেবে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখেই মানসম্পন্ন আরএফএল পণ্য তৈরি করা হয় যা এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। প্রাণ-আরএফএল’র পণ্যের মাধ্যমে বাংলাদেশ বিশ্বব্যাপী পরিচিতি লাভ করবে।

বিক্রয়কর্মীদের উদ্দেশে আরএফএল’র পরিচালক আর এন পাল বলেন, নিজেদের মান উন্নয়নের জন্য আরএফএল একটি সঠিক জায়গা। আন্তরিকতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশকে এবং নিজেদেরকে এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে আরএফএল ইলেক্ট্রনিক্স-এর বিক্রয় এবং বিপণনের জিএম মাহবুবুল ওয়াহিদসহ আরএফএল এর শীর্ষস্থানীয় কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।