ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেপজার রফতানি বেড়েছে ১০.৬৫%

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, আগস্ট ১, ২০১৫
বেপজার রফতানি বেড়েছে ১০.৬৫%

ঢাকা: ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) রফতানি লক্ষ্যমাত্রা পূরণের পাশাপাশি ৪১ কোটি ডলার বেশি রফতানি হয়েছে। ৫৭০ কোটি মার্কিন ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে বেপজার অধীন আটটি ইপিজেড থেকে গত অর্থবছরে রফতানি হয়েছে ৬১১ কোটি ডলার সমমূল্যের পণ্য।



গত অর্থবছরের তুলনায় সদ্য সমাপ্ত অর্থবছরে বেপজার রফতানি বেড়েছে ১০ দশমিক ৬৫ শতাংশ।

২০১৪-১৫ অর্থবছরে চট্টগ্রাম ইপিজেডের শিল্পপ্রতিষ্ঠান থেকে ২৩৮ কোটি ডলার, ঢাকা ইপিজেডে ১৯৯ কোটি, কর্ণফুলী ইপিজেডে ৭০ কোটি, আদমজী ইপিজেডে ৪৬ কোটি, কুমিল্লা ইপিজেডে ২৭ কোটি, মংলা ইপিজেডে ৮ কোটি, ঈশ্বরদী ইপিজেডে ১০ কোটি ও উত্তরা ইপিজেডে ৮ কোটি ডলার মূল্যের পণ্য রফতানি হয়েছে। ২০১৩-১৪ অর্থবছরে ইপিজেডে চালু শিল্পপ্রতিষ্ঠানগুলো থেকে রফতানি হয়েছিল ৫৫২ কোটি ডলারের পণ্য।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, জুলাই ০১, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।