ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভোলার জাকির হোসেন দেশের সেরা রেমিটার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, আগস্ট ১, ২০১৫
ভোলার জাকির হোসেন দেশের সেরা রেমিটার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: দ্বিতীয়বারের মতো ‘বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০১৪’ পেয়েছেন কুয়েত প্রবাসী ভোলার বোরহানউদ্দিনের জাকির হোসেন।
 
শনিবার (০১ আগস্ট) বিকেলে রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে এ অ্যাওয়ার্ড প্রদান করেন গভর্নর ড. আতিউর রহমান।



এ সময় সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী আরো ৩০ জন (২৫ জন রেমিটার ও ৫ জন বন্ডে বিনিয়োগকারী) এবং ২টি অনিবাসী বাংলাদেশি মালিকানাধীন এক্সচেঞ্জ হাউজকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

জানা গেছে, জাকির হোসেন ৩৩ বছর ধরে কুয়েতে কর্মরত আছেন। অগ্রণী ব্যাংকের মাধ্যমে দেশের মাটিতে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়ে এবারের অ্যাওয়ার্ড অর্জন করেছেন তিনি। গত বছরও তিনি এ অ্যাওয়ার্ড অর্জন করেন।  

অ্যাওয়ার্ডপ্রাপ্ত জাকির হোসেন বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাস জীবন আসলে হাজতখানা। জীবনে অনেক কষ্ট করেছি। তার একটি প্রতিদান পেলাম।

তিনি আরো বলেন, আমার পাঠানো রেমিট্যান্স দিয়ে শুধু আমার জীবনের পরিবর্তন ঘটেনি, পরিবর্তন ঘটেছে অসংখ্য বাংলাদেশি সাধারণ মানুষের। কারণ, আমি দেশের মানুষের জন্য কাজ করার প্রতিজ্ঞা করেছি।

নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী, আবু হেনা রাজি হাসান, নাজনীন সুলতানা ও ট্রেনিং একাডেমির অধ্যক্ষ কে এম জামশেদুজ্জামান।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।