ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নতুন বাংলাদেশিদের জীবনযাত্রার মানোন্নয়নে সিএসআর ব্যয় নির্দেশনা

বিজনেস এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, আগস্ট ২, ২০১৫
নতুন বাংলাদেশিদের জীবনযাত্রার মানোন্নয়নে সিএসআর ব্যয় নির্দেশনা

ঢাকা: বাংলাদেশের মানচিত্রে সদ্য অন্তর্ভুক্ত অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে সিএসআর ব্যয় করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার(২ আগস্ট’২০১৫) বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মনোজ কুমার বিশ্বাসের সই  করা সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়।



যা আজই কার্যরত সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, দীর্ঘ ৬৮ বছর পর দহগ্রাম-আঙ্গরপোতাসহ ১১১টি ছিটমহল বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়েছে। এ অঞ্চলে বসবাসরত ভাগ্যহত ও সুবিধাবঞ্চিত জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম অংশগ্রহণ করা আবশ্যক। এরই ধারাবাহিকতায় আপনাদের সিএসআর বাজেট হতে এতদাঞ্চলয়ের বাসিন্দাদের জীবনযাত্রার মানোন্নয়নে অগ্রাধিকারমূলক সিএসআর কার্যক্রম গ্রহণ করার জন্য আপনাদের পরামর্শ দেয়া যাচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।