ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

'প্রাণ-আপ কনসার্ট ফর নেপাল'-এর অর্থ প্রদান

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
'প্রাণ-আপ কনসার্ট ফর নেপাল'-এর অর্থ প্রদান

ঢাকা: দেশের বৃহত্তম খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণের পক্ষ থেকে নেপালের ভূমিকম্প দুর্গতদের সহায়তায় ৫ লাখ টাকা দেয়া হয়েছে।

সম্প্রতি প্রাণের পরিচালক ইলিয়াস মৃধা ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত হ্যারি কুমার শ্রেষ্ঠার হাতে এ অনুদানের চেক তুলে দেন।



'প্রাণ আপ কনসার্ট ফর নেপাল' শীর্ষক চ্যারিটি কনসার্ট থেকে এ টাকা সংগ্রহ করা হয়। কনসার্টটি রাজধানীর কলাবাগান মাঠে গত ২১ মে অনুষ্ঠিত হয়।

চেক হস্তান্তরের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাণ বেভারেজের ক্যাটাগরি ম্যানেজার মনিরুল ইসলাম, কনসার্টের আয়োজক ই মেকার্স বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর নাইম আশরাফসহ প্রাণের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।