ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বৃত্তি পেলো জেডএইচ সিকদার বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
বৃত্তি পেলো জেডএইচ সিকদার বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছবি: সংগৃহীত

ঢাকা: জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের এম ইউ ফাউন্ডেশন বৃত্তি দিয়েছে।

রোববার (০৯ আগস্ট) শরীয়তপুর জেলার ভেদরগঞ্জের মধুপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বৃত্তি প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারপারসন পারভীন হক সিকদার।

এ সময় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ট্রাস্টি বোর্ডের সদস্য মমতাজুল হক ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মোহাম্মদ নূরুল হক।

উল্লেখ্য, ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও সিকদার গ্রুপের চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।