ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অতুলের থ্রি হুইলার সিএনজি বাজারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
অতুলের থ্রি হুইলার সিএনজি বাজারে ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের সড়কে নতুন করে যুক্ত হলো অতুলের থ্রি হুইলার সিএনজি। একদিকে মহাসড়কের বড় একটি অংশে সিএনজি অটোরিকশা বন্ধ ঘোষণার বাস্তবায়ন অন্যদিকে নতুন করে বাজারজাত করা হচ্ছে এ থ্রি হুইলার।



রোববার(০৯ আগস্ট’২০১৫) সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রী শাহাজান খান।

ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ, এফবিসিসিআইয়ের সভাপতি মাতলুব আহমাদ এবং গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভারতের অতুল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জন্তিভাই জগজীবন চন্দ্র প্রমুখ।

থ্রি হুইলার উদ্বোধনের আগে মন্ত্রী বলেন, ‘আমাদের মানুষের আয় বাড়ছে, সড়ক ও যানবাহন বাড়ছে। অর্থনৈতিকভাবে আমরা এগিয়ে যাচ্ছি। মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। আজ মধ্যবিত্ত মানুষের একাধিক কার, প্রাইভেটকার রয়েছে। যে কারণে শহরের মধ্যে যানজট বৃদ্ধি পেয়েছে। ’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি পরিবহন ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন। এক সময় এ দেশে পরিবহন দুর্ঘটনা অনেক বেশি ছিলো। ১০ বছর আগে দেশে বছরে সড়ক দুর্ঘটনায় সাড়ে তিন হাজার। কিন্তু ২০১৪ সালে এর সংখ্যা এসে দাঁড়িয়েছে দুই হাজারে। ’

মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিশ্বব্যাংক বলেছে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় ১২ হাজার মানুষের প্রাণহানি ঘটছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে ২০ হাজার। তারা এটা কোথায় পেলো? আমি জানি না। অনেকেই বলে বাংলাদেশ সড়ক দুর্ঘটনায় বিশ্বের শীর্ষে রয়েছে। অথচ ডাটা অনুযায়ী বাংলাদেশের অবস্থান বিশ্বে ৯০ তম। ’

তিনি আরও বলেন, ‘এক সময় ঢাকা আরিচা মহাসড়ককে বলা হতো মৃত্যুফাঁদ। এই রুটে ২০১১ সালে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ৫০০। এক বছর এর সংখ্যা নেমে এসেছে একশ’তে। এই মহাসড়কে কিছু ব্লাক স্পট ছিলো। এগুলো চিহ্নিত করে প্রশস্ত ও সোজা করার কারণে দুর্ঘটনা কমে এসেছে। ’

শাজাহান খান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘দেশে যে ২২টি মহাসড়কে সিএনজি অটোরিকশা বন্ধ করা হয়েছে তার পরিমাণ ১.৭%। এটা বন্ধ করে দিলে ক্ষতি হবে না। তার পলেও যোগাযোগ মন্ত্রী যে ঘোষণা দিয়েছে সেজন্য তাকে সাধুবাদ জানাই। ’

ভারতের অতুল গ্রুপের থ্রি হুইলার সিএনজি অটোরিক্সা আমদানি করেছে বাংলাদেশের ইফাদ গ্রুপ।   পরিবেশ বান্ধব এই ইউরো-থ্রি মডেলের নতুন সিএনজি চালিত অটোগুলো পাওয়া যাবে ইফাদ বাজারজাত করবে।

বাংলাদেশে সময়: ২০৪৩ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এসএম/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।